বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৫০ পূর্বাহ্ন

আমার কেউ নেই

রিপোর্টারের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ৩০ টাইম ভিউ

আমার কেউ নেই , কেউ ছিল না এটা অভিমানে বলছি না অনুভবে বলছি । যারাই এসেছিল আমার জীবনে তাঁরাই আমাকে আলো ভেবে পথ চিনে বাড়ি ফিরে গেছে । নিঃসঙ্গ ল্যাম্প পোষ্টের মত বহুকাল দাড়িয়ে থাকতে থাকতে ভেবেছি বিধাতা আমার জন্য কাউকে বানায়নি ।

এক মাথার উপর আকাশ ছাড়া আমাকে কেউ ভালোবাসেনি । প্রচন্ড তৃষ্ণায় কথা বলার জন্য যখন প্রিয় মানুষটাকে খুঁজেছি তখন হাতড়িয়ে দেখতাম শুনশান নিরবতায় একটা মাথার উপর চাঁদ দাড়িয়ে তা ও অন্যের আলোয় আলোকিত ।

আমার কেউ নেই কেউ ছিল না । এ অনুভূতিটা বড্ড বাজে । আমি নিঃসঙ্গ আকাশ হয়ে আজন্ম শূন্যে ভেসে যাই এক আকাশ দুঃখ বুকে চেঁপে ।

~মাসুমা ইসলাম নদী

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
স্বত্ব © ২০২৫ আমাদের সমাজ |