পৃথিবীর সমস্ত সাদা ফুল গুলো আমার ভীষণ প্রিয় , কারন বর্নহীন ফুলে পবিত্রতার একটা আলাদা অনুভূতি খুঁজে পাই । মানুষ যখন জন্মে তখন এই ফুলগুলোর মতনই পবিত্র থাকে । তারপর পৃথিবীর রং ও রূপে নিজেকে হারিয়ে লোভ ও ছলের বশে মানুষের মন পরিবর্তিত হয় পাপের অধ্যায়ে নিজেকে ডুবায় ।কিন্তু যখন মানুষ মারা যায় এই বর্নহীন এক টুকরো কাপড় ছাড়া কিছুই নিয়ে যেতে পারে না। তখন ও আমাদের অপ্রাপ্তি ও দুঃখ গুলো ও জমে থাকে সাদা এই ফুলের মত বুকের গভীরে ।
~মাসুমা ইসলাম নদী