ঢাকা, ১৪ মার্চ, ২০২৫
নাঈম ইসলাম তালতলী (বরগুনা) প্রতিনিধি :
প্রকাশিত : ১০:২৯ পিএম, ০২ ডিসেম্বর ২০২৪
Digital Solutions Ltd

তালতলীতে কলা চাষে কৃষকের ভাগ্য বদল।



প্রকাশিত : ১০:২৯ পিএম, ০২ ডিসেম্বর ২০২৪

তালতলীতে কলা চাষে কৃষকের ভাগ্য বদল।



নাঈম ইসলাম তালতলী (বরগুনা) প্রতিনিধি :

বরগুনার তালতলী উপজেলার ৫নং বড় বগী ইউনিয়নের সওদাগরপাড়া গ্রামের কৃষক মোঃ শাহাদাৎ মাতুব্বর। সখের বশে বাড়ির পাশে পরিত্যক্ত জমিতে আগাছা পরিষ্কার করে কুড়িগ্রাম থেকে ১০০টি কলার চারা আনেন তিনি পরে জমিতে কলার চারা রেপন করেন। বর্তমানে প্রতিটি গাছেই রং সাগর কলার দৃষ্টিকারা ছড়ি ধরেছে। বলা যায় এখন তিনি একজন সফল কলা চাষী।

সরেজমিনে কালবেলার প্রতিবেদকের সাথে এ প্রসঙ্গে কথা হলে চাষী মোঃ শাহাদাৎ মাতুব্বর জানান, আমি একজন সবজি চাষী আমাদের এই এলাকা লবণাক্ত এলাকা এই এলাকায় কলা চাষ তেমন বেশি জনপ্রিয় না মোবাইলে জি নাইন জাতের কলা দেখতে পেয়ে কলা চাষে আগ্রহী হই। রংপুরের কুড়িগ্রামের একজন সফল কলা চাষীর কাছ থেকে চারা সংগ্রহ করেছি। প্রথমে ১০০ পিস চারা দিয়ে শুরু করেছি তবে এই কলা চাষ করে প্রায় আট মাসের মধ্যে সাফল্যের মুখ দেখেন। তিনি ধারণা করেন, প্রায় ৬৫০০ টাকার মতো খরচ হয়েছে  ও এই কলার বাগানে লক্ষাধিক টাকা বিক্রির আশা করেন তিনি।

স্থানীয়রা বলেন, আমাদের এলাকায় একজন সফল চাষী শাহাদাত মাতুব্বর তিনি বিভিন্ন সময় সবজি চাষ করে সাফল্যের মুখ দেখেছেন। এবার তিনি জি নাইন কলা চাষ করে আবারো সাফল্যের মুখ দেখছে। তাকে দেখে আমরা এলাকাবাসী কলা চাষে আগ্রহী হয়েছি।


চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমরা জানি,মানুষের দেহে ক্যালরির চাহিদা মেটাতে ফলের মধ্যে কলার বিকল্প নেই। কলায় থাকা ক্যালরির পরিমাণ  প্রায় ১শত। এছাড়াও কলায় রয়েছে খনিজ পদার্থ, ভিটামিন, অ্যান্টি-অক্সিডেন্ট,যা আমাদের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে। 
 
এছাড়াও স্থানীয় চিকিৎসক গরিবের ডাক্তার মংফো জানান,গুণেসমৃদ্ধ ফল হলো কলা এবং কলার পুষ্টিগুন অদিক। কলায় রয়েছে টিস্যু গঠনকারী উপাদান,আমিষ,ভিটামিন এবং খনিজ।দেহের জন্য কলা ক্যালরির একটি ভালো উৎস। 

তালতলী উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর ইলিয়াস জানান,সবচেয়ে সহজলভ ভাবে কলা চাষ করা যায়।বাড়ির আঙ্গিনায় বা পরিত্যক্ত  জমিতে কলা চাষ করা যায়।সকল চাষীর জন্য আমাদের থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে। 

বাণিজ্য বিভাগের অন্যান্য খবর



 Amadersomaj News
Follow Us

শহীদ সোহরাওয়ার্দী এভিনিউ, ব্লক কে, বারিধারা কূটনৈতিক অঞ্চল, ঢাকা-1212

সম্পাদক
মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ

নির্বাহী সম্পাদক
মোহাম্মদ শেখ শাহিনুর রহমান


প্রকাশক
আমাদের সমাজ মিডিয়া লিমিটেড
আমাদের সমাজ মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭০১৮৮৪৪০৫
Email: amadersomajonline@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭০১৮৮৪৪০৫
Email: amadersomajonline@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |amadersomaj.com