ঢাকা, ১৪ মার্চ, ২০২৫
অনলাইন ডেস্ক :
প্রকাশিত : ১১:১৮ পিএম, ০৮ মার্চ ২০২৫
Digital Solutions Ltd

হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্টোরির ব্যাকআপ রাখার উপায়



প্রকাশিত : ১১:১৮ পিএম, ০৮ মার্চ ২০২৫


অনলাইন ডেস্ক :

বার্তা আদান-প্রদানের জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপ। এক দশকের বেশি সময় ধরে স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে অপরিহার্য হয়ে উঠেছে এই অ্যাপ। বিজ্ঞাপনমুক্ত ও বিনা মূল্যে ব্যবহার করতে পারায় দিন দিন বাড়ছে এর ব্যবহারকারীর সংখ্যা। আজকে আমরা আলোচনা করবো হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্টোরির ব্যাকআপ রাখার উপায়।

ফোন হারিয়ে গেলে বা অন্য কারণে এসব মূল্যবান কথোপকথন বা গুরুত্বপূর্ণ ডেটা হারিয়ে যেতে পারে। তাই সঠিক সময়ে ব্যাকআপ করে রাখতে হয়। হোয়াটসঅ্যাপের ব্যাকআপ ফিচারের মাধ্যমে সহজেই আপনার সমস্ত চ্যাট, মিডিয়া ফাইল ও ভয়েস মেসেজগুলো নিরাপদে রাখতে পারবেন।

অ্যান্ড্রয়েড ও আইফোন উভয় ডিভাইসে চ্যাট ব্যাকআপের সুযোগ রয়েছে। তবে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে চ্যাট ব্যাকআপগুলো গুগল ড্রাইভে ও আইফোনের ক্ষেত্রে আইক্লাউডে থাকবে।

অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ ব্যাকআপ রাখবেন যেভাবে:

অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ ব্যাকআপ রাখার আগে কিছু বিষয়ে নিশ্চিত হতে হবে। সেগুলো হলো—

  • ডিভাইসে গুগল অ্যাকাউন্ট সক্রিয় থাকতে হবে।
  • গুগল প্লে সার্ভিসেস ডিভাইসে ইনস্টল থাকতে হবে।
  • ব্যাকআপ তৈরির জন্য ডিভাইসে পর্যাপ্ত জায়গা খালি থাকতে হবে।
  • গুগল অ্যাকাউন্টে পর্যাপ্ত জায়গা খালি থাকতে হবে।
  • একটি শক্তিশালী ও স্থিতিশীল ইন্টারনেট সংযোগ লাগবে।

ওপরের শর্তগুলো নিশ্চিত হলে অ্যান্ড্রয়েডে চ্যাট ব্যাকআপের ক্ষেত্রে নিচের ধাপগুলো অনুসরণ করুন—

১. অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ চালু করুন।

২. এখন ওপরের দিকে থাকা ‘তিনটি ডট’ আইকনে ট্যাপ করুন। ফলে একটি মেনু চালু হবে।

৩. মেনু থেকে ‘সেটিংস’ অপশন নির্বাচন করুন।

৪. এখন ‘চ্যাটস’ অপশনটি খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।

৫. এবার ‘চ্যাটস ব্যাকআপ’ অপশনে ট্যাপ করুন। ফলে নতুন একটি পেজ চালু হবে।

৬. পেজ থেকে ‘গুগল অ্যাকাউন্ট’ অপশনে ট্যাপ করুন। এখন গুগলের যে অ্যাকাউন্টে চ্যাট ব্যাকআপ রাখতে চান, তার ওপর ট্যাপ করুন।

৭. প্রতিদিন নির্দিষ্ট সময় স্বয়ংক্রিয়ভাবে হোয়াটসঅ্যাপ ডেটা ব্যাকআপ রাখতে চাইলে ফ্রিকোয়েন্সি অপশনে নিচের ‘ডেইলি’ অপশন নির্বাচন করুন। আর আপনার সুবিধামতো সময়ে নিজে চ্যাট ব্যাকআপ করতে চাইলে ‘অনলি হোয়েন আই ট্যাপ ব্যাকআপ’ অপশন নির্বাচন করুন।

৮. এখন ওপরের দিকে থাকা ‘ব্যাকআপ’ অপশনে ট্যাপ করুন।

এখন হোয়াটসঅ্যাপের চ্যাটগুলো গুগল ড্রাইভে ব্যাকআপ হতে থাকবে। ফাইলের আকার অনুযায়ী ব্যাকআপ নিতে কম বা বেশি সময় লাগতে পারে।

হোয়াটসঅ্যাপ চ্যাট ইতিহাস ও মিডিয়া আপনার আইক্লাউড অ্যাকাউন্ট ব্যবহার করে ব্যাকআপ করতে পারেন। শুরু করার আগে নিশ্চিত করুন যে—

  • হোয়াটসঅ্যাপ ও আইক্লাউড অ্যাকাউন্টে একই ফোন নম্বর ব্যবহার করতে হবে।
  • আইফোনে সর্বশেষ আইওএস সংস্করণ আপডেট থাকতে হবে।
  • ব্যাকআপের সাইজের চেয়ে সংশ্লিষ্ট আইক্লাউড অ্যাকাউন্ট ও আইফোনে স্টোরেজ অন্তত ২ দশমিক শূন্য ৫ গুণ বড় হতে হবে।

আইফোনে হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপ রাখার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—

১. আইফোনে হোয়াটসঅ্যাপ চালু করুন।

২. এখন নিচের দিকে থাকা ‘সেটিংস’ আইকনে ট্যাপ করুন।

৩. এরপর ‘চ্যাট’ অপশন নির্বাচন করুন।

৪. এবার ‘চ্যাট ব্যাকআপ’ অপশন নির্বাচন করুন।

৫. সবশেষে ‘ব্যাকআপ নাউ’ অপশনে ট্যাপ করুন।

এভাবে সংশ্লিষ্ট আইক্লাউড অ্যাকাউন্টে হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপ হবে।

তথ্য প্রযুক্তি বিভাগের অন্যান্য খবর



 Amadersomaj News
Follow Us

শহীদ সোহরাওয়ার্দী এভিনিউ, ব্লক কে, বারিধারা কূটনৈতিক অঞ্চল, ঢাকা-1212

সম্পাদক
মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ

নির্বাহী সম্পাদক
মোহাম্মদ শেখ শাহিনুর রহমান


প্রকাশক
আমাদের সমাজ মিডিয়া লিমিটেড
আমাদের সমাজ মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭০১৮৮৪৪০৫
Email: amadersomajonline@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭০১৮৮৪৪০৫
Email: amadersomajonline@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |amadersomaj.com