ঢাকা, ১৪ মার্চ, ২০২৫
এমএন :
প্রকাশিত : ১১:১২ পিএম, ০৮ মার্চ ২০২৫
Digital Solutions Ltd

রাসুল (সা.) রমজানে যেসব আমল বেশি করতে বলেছেন



প্রকাশিত : ১১:১২ পিএম, ০৮ মার্চ ২০২৫


এমএন :

রাসুলুল্লাহ (সা.) সব সময় উম্মতের মুক্তি ও নাজাতের চিন্তায় থাকতেন। তাদের সওয়াবের পাল্লা কিভাবে ভারী হয়, সে কথা বাতলে দিতেন। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তোমরা চারটি কাজ বেশি বেশি করো।

এক হাদিসে বর্ণিত হয়েছে, সালমান (রা.) সূত্রে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা চারটি কাজ বেশি বেশি করো।

 
দুটি কাজ এমন—যার মাধ্যমে তোমরা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবে। আর দুটি কাজ এমন—যা করা ছাড়া তোমাদের উপায় নেই; তোমাদের অবশ্যই করতে হবে।’ (সহিহ ইবনে খোজায়মা, হাদিস : ১৭৮০)

 

যে দুটি আমল বেশি বেশি করলে আল্লাহ খুশি হন

এক. ‘লা ইলাহা ইল্লাল্লাহ’

এটি বেশি বেশি পাঠ করা। এটি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয় একটি আমল।

 
যার অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তিনিই সব, সব ক্ষমতা তার, সব প্রশংসা তার, সব কিছুই তার। আর ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ তো সেই কালেমা, যার স্বীকার আর অস্বীকারের মাধ্যমে ঈমানদার আর কুফরে পার্থক্য হবে। সৃষ্টিজগতের প্রত্যেক মানুষের জীবনে এ কালেমা ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ প্রভাবই বেশি।
 
এর ওপর নির্ভর করে সব পুরস্কার ও তিরস্কার। এক হাদিসে বর্ণিত হয়েছে, মুয়াজ বিন জাবাল (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যার সর্বশেষ কথা ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ হবে, সে জান্নাতে প্রবেশ করবে।’ (আবু দাউদ, হাদিস : ৩১১৬)

 

দুই. ইস্তেগফার

ইস্তেগফার একজন সফল মুমিনের অন্যতম গুণ। মানুষ শয়তানের ধোঁকা, নফসের প্ররোচনা ও পরিবেশের কারণে গুনাহের কাজে জড়িয়ে থাকে, আর এই গুনাহ থেকে নিজেকে পবিত্র করার বড় মাধ্যম হলো ইস্তেগফার। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আমি তাদের বলেছি, নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো।

 
নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল।’ (সুরা : নুহ, আয়াত : ১০)

 

তিন. জান্নাত চাওয়া

জান্নাত মুমিনের চিরস্থায়ী সুখের আবাস। সব মুসলমানের মনের একান্ত আকাঙ্ক্ষা হলো, চির সুখের জান্নাতে প্রবেশ করা। তাই মাহে রমজানের পবিত্র সময়ে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি জান্নাত প্রার্থনা করা।

চার. জাহান্নাম থেকে মুক্তি চাওয়া

যাপিত জীবনে মানুষ যা-ই করুক, কেউ জাহান্নামে যেতে চায় না। এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না, যে জাহান্নামে যেতে চায়।

আল্লাহ তাআলা নিজেও চান না মানুষ জাহান্নামে যাক। সে কারণে যেসব কাজ জান্নাতের অন্তরায় তা থেকে বেঁচে থাকা, আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে মুক্তি প্রার্থনা করা।

রমজান হলো, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাওয়ার মাস। আর উপরিউক্ত চার কাজের তিনটিই হলো চাওয়ার। ক্ষমা, জান্নাত, জাহান্নাম, আরেকটি হলো পড়ার—লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজান মাসে বেশি বেশি চার আমল করার তাওফিক দান করুন।

ধর্ম বিভাগের অন্যান্য খবর



 Amadersomaj News
Follow Us

শহীদ সোহরাওয়ার্দী এভিনিউ, ব্লক কে, বারিধারা কূটনৈতিক অঞ্চল, ঢাকা-1212

সম্পাদক
মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ

নির্বাহী সম্পাদক
মোহাম্মদ শেখ শাহিনুর রহমান


প্রকাশক
আমাদের সমাজ মিডিয়া লিমিটেড
আমাদের সমাজ মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭০১৮৮৪৪০৫
Email: amadersomajonline@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭০১৮৮৪৪০৫
Email: amadersomajonline@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |amadersomaj.com