ঢাকা, ১৪ মার্চ, ২০২৫
অনলাইন ডেস্ক :
প্রকাশিত : ১১:২০ পিএম, ০৮ মার্চ ২০২৫
Digital Solutions Ltd

এআই উন্নয়নে একসঙ্গে অক্সফোর্ড ও ওপেনএআই



প্রকাশিত : ১১:২০ পিএম, ০৮ মার্চ ২০২৫


অনলাইন ডেস্ক :

বিশ্বখ্যাত কৃত্রিম বুদ্ধিমত্তা টুল চ্যাটজিপিটির উদ্যোক্তা ওপেনএআই-এর সঙ্গে পাঁচ বছরের অংশীদারত্ব চুক্তি ঘোষণা করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এই অংশীদারত্বের মাধ্যমে অক্সফোর্ডের শিক্ষার্থী ও গবেষকেরা উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলের সুবিধা পাবেন, যা ‘শিক্ষা, পাঠদান ও গবেষণা’ আরও উন্নত করতে সাহায্য করবে।

এ ছাড়া, এই উদ্যোগের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বডলিয়ান লাইব্রেরির কিছু পাবলিক সংগ্রহও ডিজিটাইজড হবে। ওপেনএআই-এর প্রধান পরিচালন কর্মকর্তা ব্র্যাড লাইটক্যাপ বলেছেন, ‘একটি সমৃদ্ধ কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করতে একাডেমিক সম্প্রদায়ের সঙ্গে আমাদের সংযোগ বজায় রাখা অপরিহার্য।’

এই অংশীদারত্বের মাধ্যমে অক্সফোর্ডের গবেষকেরা ওপেনএআই-এর সর্বশেষ মডেলগুলো, বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য ডিজাইন করা চ্যাটজিপিটির একটি সংস্করণ ব্যবহার করতে পারবেন। ওপেনএআই-এর সঙ্গে কাজ করা প্রকল্পগুলোর জন্য গবেষণা তহবিলও দেবে কোম্পানিটি।

বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে বলা হয়, এই অংশীদারত্ব তাদের গবেষণামূলক কাজকে ‘ত্বরান্বিত’ করবে, বিশেষত স্বাস্থ্য ও জলবায়ু পরিবর্তনসংক্রান্ত গবেষণার ক্ষেত্রে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণাবিষয়ক প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক প্যাট্রিক গ্র্যান্ট বলেছেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা বৈজ্ঞানিক আবিষ্কারের গতি ত্বরান্বিত করছে এবং গবেষকদের আরও জটিল তথ্য সেট নিয়ে কাজ করার সুযোগ দিচ্ছে।’

তিনি আরও বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়টি কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষণা এবং এর প্রয়োগের ক্ষেত্রে অগ্রণী হতে চায়। যা শুধু গবেষক ও সমাজকে এই প্রযুক্তিগুলোর সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করবে না, বরং সেগুলোর পূর্ণ সম্ভাবনা বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করতেও সহায়তা করবে।’

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বডলিয়ান লাইব্রেরির এমন কিছু সংগ্রহ রয়েছে, যা অনলাইনে পাওয়া যায় না। এই নতুন প্রকল্পের আওতায় এবার বিশ্বের যেকোনো স্থান থেকে পড়া যাবে এসব সংগ্রহ।

গ্রন্থাগারিক রিচার্ড ওভেনডেন বলেছেন, ‘বডলিয়ান লাইব্রেরির মিশন হলো জ্ঞান অর্জন, সংরক্ষণ এবং তা আমাদের শিক্ষার্থী, গবেষক ও বৃহত্তর জনগণের জন্য উপলব্ধ করা।’ তিনি আরও যোগ করেন, ‘শতাব্দী ধরে আমরা এই মিশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন নতুন উপায় অনুসন্ধান করেছি এবং সাম্প্রতিক বছরগুলোতে প্রযুক্তির ব্যবহারে উদ্ভাবনী ভূমিকা পালন করেছি।’

এই নতুন অংশীদারত্ব অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ‘নেক্সটজেনএআই’ প্রকল্পে অংশগ্রহণের ফলে সৃষ্টি হয়েছে। এই প্রকল্প যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি সহযোগিতা, যা ওপেনএআই-এর পৃষ্ঠপোষকতায় পরিচালিত হচ্ছে।

ওপেনএআই-এর প্রধান পরিচালন কর্মকর্তা ব্র্যাড লাইটক্যাপ বলেছেন, ‘নেক্সটজেনএআই’ উদ্যোগটি গবেষণার অগ্রগতি ত্বরান্বিত করবে এবং একটি নতুন প্রজন্মের প্রতিষ্ঠান তৈরি করবে, যেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার রূপান্তরমূলক ক্ষমতা ব্যবহারে দক্ষ হবে।’

তথ্যসূত্র: বিবিসি

তথ্য প্রযুক্তি বিভাগের অন্যান্য খবর



 Amadersomaj News
Follow Us

শহীদ সোহরাওয়ার্দী এভিনিউ, ব্লক কে, বারিধারা কূটনৈতিক অঞ্চল, ঢাকা-1212

সম্পাদক
মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ

নির্বাহী সম্পাদক
মোহাম্মদ শেখ শাহিনুর রহমান


প্রকাশক
আমাদের সমাজ মিডিয়া লিমিটেড
আমাদের সমাজ মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭০১৮৮৪৪০৫
Email: amadersomajonline@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭০১৮৮৪৪০৫
Email: amadersomajonline@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |amadersomaj.com