ঢাকা, ১৪ মার্চ, ২০২৫
মেহেদী হাসান,পবিপ্রবি প্রতিনিধি :
প্রকাশিত : ০৩:১১ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৪
Digital Solutions Ltd

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পবিপ্রবির কর্মকর্তা আবু হানিফ



প্রকাশিত : ০৩:১১ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৪

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পবিপ্রবির কর্মকর্তা আবু হানিফ



মেহেদী হাসান,পবিপ্রবি প্রতিনিধি :

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মোঃ আবু হানিফ (৪৬) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পটুয়াখালী জেলার দশমিনা থানার মাছুয়াখালী গ্রামের আমজাদ আলী মৃধা ও মনোয়ারা বেগমের ছেলে মো: আবু হানিফ,  ২৮/১২/২০২৪ খ্রি. রাত আনুমানিক ১২ টা ৩০ মিনিটের সময় নলছিটি থানাধীন বরিশাল পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া ইউনিয়নের চৌমাথা যাত্রাবাড়ি নামক স্থানে দুর্ঘটনার শিকার হন।  ওই স্থানের শামীম শিকদারের বাড়ির সামনে কুয়াশাচ্ছন্ন হাইওয়েতে রাস্তার পার্শ্বে গাছ ভর্তি থামানো ট্রাকের পিছনে পটুয়াখালী দিক থেকে বরিশাল গামী মো: আবু হানিফের মোটরসাইকেলের (বরিশাল-মেট্রো-ল ১২৬৩৮৩) ধাক্কা লাগে, মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ আজ সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয়।

মরহুমের মৃত্যুতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম, উপ-উপাচার্য   প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান এবং ট্রেজারার ও রেজিস্ট্রার (অঃ দাঃ) প্রফেসর মোঃ আব্দুল লতিফ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। 

নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, এ দুর্ঘটনার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তাই লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

উল্লেখ্য যে, আবু হানিফ একাধারে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক এর দায়িত্ব পালনের পাশাপাশি দুমকি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পটুয়াখালী জেলা রোভারের সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করছিলেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ আব্দুল লতিফ শোক প্রকাশ করে বলেন -"মোহাম্মদ আবু হানিফের এর মৃত্যুতে আমরা সকলে খুবই শোকাহত। তার এই অকাল দুর্বিষহ মৃত্যু কোনো ভাবেই কাম্য নয়। হায়াত শেষ হওয়ায় মহান আল্লাহর হুকুমে তিনি ইন্তেকাল করেছেন। তার পরিবার এবং স্বজনদের শোক কাটিয়ে ওঠার আল্লাহ তৌফিক দিন। এবং তাকে জান্নাত বাসী করুন এই দোয়া রইলো।"

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর



 Amadersomaj News
Follow Us

শহীদ সোহরাওয়ার্দী এভিনিউ, ব্লক কে, বারিধারা কূটনৈতিক অঞ্চল, ঢাকা-1212

সম্পাদক
মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ

নির্বাহী সম্পাদক
মোহাম্মদ শেখ শাহিনুর রহমান


প্রকাশক
আমাদের সমাজ মিডিয়া লিমিটেড
আমাদের সমাজ মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭০১৮৮৪৪০৫
Email: amadersomajonline@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭০১৮৮৪৪০৫
Email: amadersomajonline@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |amadersomaj.com