বেরোবি রোভারের সহায়তায় ঢাবির সাবেক রোভার শীতবস্ত্র বিতরণ
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাক্তন রোভার স্কাউট ফোরামের ( ডুরসেফ) আয়োজনে আজ ২৮ ডিসেম্বর শনিবার বিকেলে রংপুর সিটি করপোরেশনের ১৪ নং ওয়ার্ডের পূর্ব বড়বাড়ি মরিচটারি এলাকায় অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাক্তন রোভার স্কাউট ফোরামের কার্যনির্বাহী সদস্য মো. জাহানুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা রোভারের সাবেক সম্পাদক জনাব মহাদেব গুণ, মায়ের গ্লাস ঘরের কর্ণধার মো: মাসুদ রানাসহ অন্যান্য। অনুষ্ঠানটি বাস্তবায়নে সহযোগিতা করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রোভারবৃন্দ। অনুষ্ঠানে প্রায় ২ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় ।
শীতবস্ত্র পাওয়া আরজাহান নামে একজনের নিকট প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, রংপুরে এখন খুবই শীত। এই ঠাণ্ডায় চাদর উপহার পেয়ে আমাদের খুব উপকার হয়েছে। শ্রী বিজয় চন্দ্র নামে আরেকজন জানান, শীতে খুব কষ্ট পাচ্ছি। শীত নিবারণে এই চাদর খুব কাজে দিবে।
বেরোবি রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট নিরঞ্জন বলেন, রোভার সদস্যরা সবসময় মানুষের কল্যানার্থে কাজ করে। তারই ধারাবাহিকতায় আজ আমরা শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণে সহায়তা করছি। প্রধান অতিথি মহাদেব গুণ বিত্তবানদেরকে শীতার্তদের পাশে দাঁড়াতে আহ্বান জানান। অনুষ্ঠানের সভাপতি উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শেষ করেন।
শহীদ সোহরাওয়ার্দী এভিনিউ, ব্লক কে, বারিধারা কূটনৈতিক অঞ্চল, ঢাকা-1212
সম্পাদক
মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক
মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
প্রকাশক
আমাদের সমাজ মিডিয়া লিমিটেড
আমাদের সমাজ মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭০১৮৮৪৪০৫
Email: amadersomajonline@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭০১৮৮৪৪০৫
Email: amadersomajonline@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |amadersomaj.com