ঢাকা, ১৪ ডিসেম্বর, ২০২৫
এন এস আবিদ মাহমুদ। যশোর জেলা প্রতিনিধি : :
প্রকাশিত : ০২:৫১ পিএম, ২৬ অক্টোবর ২০২৪
Digital Solutions Ltd

যশোরে ভারী বর্ষণে ব্রিজ ভেঙে পড়ায় দুই গ্রামের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন



প্রকাশিত : ০২:৫১ পিএম, ২৬ অক্টোবর ২০২৪

সংগ্রকৃত



এন এস আবিদ মাহমুদ। যশোর জেলা প্রতিনিধি : :

যশোর সদর উপজেলার কাশিমপুর-নওয়াপাড়া ইউনিয়নে গত বৃহস্পতিবার রাতে ভারী বর্ষণের কারণে মাটি ধসে বোলপুর ও ডাকাতিয়া গ্রামের মধ্যবর্তী ব্রিজটি ভেঙে পড়ায় এলাকাবাসী চরম বিপাকে রয়েছেন। ব্রিজ ভেঙে যাওয়ায় দুই পাড়ের কয়েকটি গ্রামের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত বিঘ্নিত হচ্ছে।


স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ভারী বর্ষণের ফলে ব্রিজের নিচের মাটি ধসে যায় এবং পরবর্তীতে ব্রিজটি ভেঙে পড়ে। এই ঘটনায় এলাকাবাসী চরম বিপাকে আছেন। তারা সবার কথা নিউজ'কে জানান, এই ব্রিজটি দুই পাড়ের কয়েকটি গ্রামের মানুষের জন্য একমাত্র যোগাযোগের মাধ্যম ছিল। ব্রিজ ভেঙে যাওয়ায় তারা এখন আর সহজে বাজার, হাসপাতালে যেতে পারছেন না। বিশেষ করে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছেন।


স্থানীয় বাসিন্দা আবুল হোসেন সাদ্দাম বলেন, ‘এই ব্রিজটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এখন ব্রিজটি ভেঙে যাওয়ায় আমরা চরম বিপাকে আছি। আমাদের সকলের দাবি দ্রুত এই ব্রিজটি মেরামত করে দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি’।

পরিবেশ বিভাগের অন্যান্য খবর



 Amadersomaj News
Follow Us

শহীদ সোহরাওয়ার্দী এভিনিউ, ব্লক কে, বারিধারা কূটনৈতিক অঞ্চল, ঢাকা-1212

সম্পাদক
তৌহিদুল ইসলাম মিন্টু

নির্বাহী সম্পাদক
মতিউর রহমান


প্রকাশক
আমাদের সমাজ মিডিয়া লিমিটেড
আমাদের সমাজ মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com

DMCA.com Protection Status

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |amadersomaj.com