ঢাকা, ১৪ মার্চ, ২০২৫
মো:জাহিদুল ইসলাম প্রতিনিধি গাইবান্ধা। :
প্রকাশিত : ০৩:২৯ পিএম, ৩১ অক্টোবর ২০২৪
Digital Solutions Ltd

গোবিন্দগঞ্জ এইচপিভি টিকা নিয়ে অসুস্থ ২০ ছাত্রী।



প্রকাশিত : ০৩:২৯ পিএম, ৩১ অক্টোবর ২০২৪

নিজস্ব প্রতিনিধি



মো:জাহিদুল ইসলাম প্রতিনিধি গাইবান্ধা। :

জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে কিশোরীদের হিউম্যান পেপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা নেওয়ার পর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ২০ জন ছাত্রী অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ৪ জনকে গাইবান্ধা সদর হাসপাতাল ও ১৫ জনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে মালিয়া নামে এক শিক্ষার্থী গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

অসুস্থ হওয়া সকলেই গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের আলহাজ ডা. নুরুল সরকার প্রি-ক্যাডেট স্কুলের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে স্কুলেই পঞ্চম শ্রেণি থেকে নবম শ্রেণির ৮১ জন শিক্ষার্থীকে এইচপিভি টিকা দেয়া হয়। কিন্তু টিকা নেয়ার পর শ্বাসকষ্টসহ বিভিন্ন ধরণের অসুস্থতায় ভুগতে থাকেন শিক্ষার্থীরা।বিকেল পর্যন্ত একে একে ২০ ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেয়া হয়।

হাসপাতালে চিকিৎসা নেয়া ছাত্রীরা জানায়, টিকা নেওয়ার পরই তাদের পেট ব্যথা, হাত-পা ঝিনঝিন ও শ্বাসকষ্টসহ নানা উপসর্গ দেখা দেয়।

তবে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা বলছেন, টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় নয়, তারা ভয়ে অসুস্থ হয়ে পড়েছে। চিকিৎসার পর সুস্থ এবং শঙ্কামুক্ত হওয়ায় তারা বাড়ি ফিরে গেছে। 

এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি বলেন, অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে ভর্তির পর প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। ইতোমধ্যে চিকিৎসা নিয়ে ২০ শিক্ষার্থীর মধ্যে ১৯ জনেই বাড়ি ফিরে গেছে। বর্তমানে একজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। 

তিনি আরও বলেন,মেয়েদের জন্য এইচপিভি টিকা অত্যান্ত গুরুত্বপূর্ণ। সারাদেশে এই টিকা দান কার্যক্রম চলছে। এই টিকা নেয়ার ফলে কোন ধরণের সমস্যা কিংবা পাশ্বপ্রতিক্রিয়া নেই। এছাড়া আতঙ্ক ও ভয় পাওয়ার কোন কারণ নেই। 

এ বিষয়ে আলহাজ ডা. নুরুল সরকার প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষকরা জানান,বিদ্যালয় চত্তরে ক্যাম্প করে ছাত্রীদের এইচ পিভি টিকা দেয় স্বাস্থ কর্মীরা। কিন্তু টিকা নেয়ার পরপরেই শিক্ষার্থীরা শ্বাসকষ্টসহ বিভিন্ন ধরনের অসুস্থতা বোধ করে। পরে তাদের গাইবান্ধা সদর হাসপাতাল ও গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। চিকিৎসার পর শিক্ষার্থীদের বাড়িতে নিয়ে আসা হয়েছে। 
তারা সকলেই সুস্থ আছে।

স্বাস্থ্য বিভাগের অন্যান্য খবর



 Amadersomaj News
Follow Us

শহীদ সোহরাওয়ার্দী এভিনিউ, ব্লক কে, বারিধারা কূটনৈতিক অঞ্চল, ঢাকা-1212

সম্পাদক
মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ

নির্বাহী সম্পাদক
মোহাম্মদ শেখ শাহিনুর রহমান


প্রকাশক
আমাদের সমাজ মিডিয়া লিমিটেড
আমাদের সমাজ মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭০১৮৮৪৪০৫
Email: amadersomajonline@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭০১৮৮৪৪০৫
Email: amadersomajonline@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |amadersomaj.com