ঢাকা, ১৪ মার্চ, ২০২৫
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৪:২৩ পিএম, ০৬ মার্চ ২০২৫
Digital Solutions Ltd

অবশেষে শাহিদের সঙ্গে সম্পর্ক ভাঙার কারণ জানালেন কারিনা



প্রকাশিত : ০৪:২৩ পিএম, ০৬ মার্চ ২০২৫


নিউজ ডেস্ক :

বলিউডে এক সময় কারিনা কাপুর ও শাহিদ কাপুরের প্রেম ছিল চর্চার শীর্ষে। তাদের ঘনিষ্ঠতা এমন জায়গায় পৌঁছেছিল যে অনুরাগীরা তো বটেই, দুজনের পরিবারও এই সম্পর্ককে পরিণতি পাবে বলেই ভেবেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি। কারণটা হয়তো আজও অনেকেরই অজানা। বিভিন্ন সময় কারিনাকে এ বিষয়ে মুখ খুলতে দেখা গেছে। বলিপাড়ায় কান পাতলেই শোনা যায় ‘জব উই মেট’-এর শুটিং চলাকালীনই কারিনা আর শাহিদের বিচ্ছেদ ঘটে। 

তাদের ব্রেকআপের খবর ছড়িয়ে পড়লেও এতদিন এর আসল কারণ রহস্যই ছিল। কেউই তখন বিষয়টি নিয়ে সংবাদমাধ্যম কিংবা ঘনিষ্ঠজনদের কাছেও মুখ খুলেননি।  তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা নিজেই জানালেন, কেন তাদের সম্পর্কের ইতি ঘটেছিল। কারিনার কথায়, শাহিদ বন্ধুর মতো ভালো ছিলেন, তবে তার ইগো ছিল অনেক বেশি। আর সেটাই তাদের সম্পর্কে সমস্যা তৈরি করেছিল। সামান্য কথাতেই ঝগড়া হতো। আর ঝগড়া হলেই শাহিদ কথা বলা বন্ধ করে দিতেন। রাতের পর রাত ফোনও করতেন না। 

তবে কারিনা এটাও স্বীকার করেছেন, সময়ের সঙ্গে সঙ্গে শাহিদ অনেক বদলেছেন। এখন হয়তো আগের মতো ইগোটা আর নেই। উল্লেখ্য, সাইফ আলি খানের সঙ্গে বিয়ের পর কারিনা সাধারণত শাহিদের প্রসঙ্গে মুখ খুলতে চাননি। অতীত নিয়ে কথা বলা তিনি বিভিন্ন জায়গায় এড়িয়েই চলতেন। তবে এবার সেই নীরবতা ভাঙলেন। কারিনার বক্তব্যে স্পষ্ট, যদিও তাদের পথ আলাদা হয়ে গিয়েছে, তবু অভিনেত্রীর শুভকামনা রয়ে গেছে প্রাক্তন প্রেমিক শাহিদের প্রতি।

বিনোদন বিভাগের অন্যান্য খবর



 Amadersomaj News
Follow Us

শহীদ সোহরাওয়ার্দী এভিনিউ, ব্লক কে, বারিধারা কূটনৈতিক অঞ্চল, ঢাকা-1212

সম্পাদক
মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ

নির্বাহী সম্পাদক
মোহাম্মদ শেখ শাহিনুর রহমান


প্রকাশক
আমাদের সমাজ মিডিয়া লিমিটেড
আমাদের সমাজ মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭০১৮৮৪৪০৫
Email: amadersomajonline@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭০১৮৮৪৪০৫
Email: amadersomajonline@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |amadersomaj.com