ঢাকা, ১৪ ডিসেম্বর, ২০২৫
বিনোদন ডেস্ক :
প্রকাশিত : ০২:০৪ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৪
Digital Solutions Ltd

তানিয়ার লেডি বাইকারে সরগরম সোশাল মিডিয়া



প্রকাশিত : ০২:০৪ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৪

তানিয়ার লেডি বাইকারে সরগরম সোশাল মিডিয়া



বিনোদন ডেস্ক :

নীলা, এক মধ্যবিত্ত পরিবারের সাধারণ মেয়ে। তার ছোট্ট পরিবার। তবে সাধারণ জীবনের গণ্ডি পেরিয়ে তার স্বপ্ন অসাধারণ। বাইক রাইডিংয়ের প্রতি গভীর ভালোবাসা থেকে সে হয়ে ওঠে এক উদ্যমী ও স্বাধীনচেতা লেডি বাইকার। তার স্বপ্ন একদিন বাইক রেসিংয়ে অংশ নিয়ে দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পরিচিতি লাভ করা।

নীলার বয়ফ্রেন্ডও একজন বাইকার, যার কিন্তু সমাজ ও পরিবারের নানা সীমাবদ্ধতার মধ্যেও নীলা থেমে যায় না। নিজেকে প্রমাণ করার জন্য  একটি বাইক রেস প্রতিযোগিতায় অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করে সে। যদিও এ প্রতিযোগিতায় নারীদের অংশগ্রহণ তেমন প্রচলিত নয়, তবুও নীলা দেখিয়ে দিতে চায়—মেয়েরাও ছেলেদের মতো সবকিছু করতে পারে।

এই চ্যালেঞ্জ, সংগ্রাম ও স্বপ্নপূরণের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক "লেডি বাইকার"। নাটকের মূল চরিত্র নীলা হিসেবে অভিনয় করেছেন নতুন মুখ তানিয়া ইসলাম। তার বিপরীতে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেতা আলিফ চৌধুরীকে। এছাড়াও নাটকে অভিনয় করেছেন বাসেম রাজ, মিলি বাশার, রকি খানসহ আরও অনেকে।
"লেডি বাইকার" নাটকের মৌলিক গল্পটি রচনা করেছেন এবং পরিচালনা করেছেন তরুণ নির্মাতা শিহাব শিকদার। গল্পের মূল ভাবনা ইমরান হাসানের, যিনি বারফি প্রডাকশনের স্বত্বাধিকারী এবং নাটকটির প্রযোজকও। বারফি প্রডাকশন ইতোমধ্যেই দর্শকদের জন্য ভিন্ন ধারার কাজ উপহার দেওয়ার মাধ্যমে প্রশংসিত হয়েছে। "লেডি বাইকার"ও সেই ধারাবাহিকতারই একটি নতুন সংযোজন।

১৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে আলোচিত নাটক ‘লেডি বাইকার’। মুক্তির পর থেকেই নাটকটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। নারী ক্ষমতায়ন ও স্বপ্ন পাঠাবেশ রূপার গল্প নিয়ে তৈরি এই নাটকটি মুক্তির মাত্র দুই দিনের মধ্যেই ইউটিউবে দেড় লক্ষাধিক ভিউ অর্জন করেছে। 
আলোচিত নাটক ‘লেডি বাইকার’-এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া ইসলাম। নাটকটি মুক্তির পর থেকেই দর্শকপ্রিয়তা পেয়েছে এবং এর সাফল্যে উচ্ছ্বসিত তানিয়া তার অভিমত প্রকাশ করেছেন।

তানিয়া বলেন, “‘লেডি বাইকার’ আমার জন্য শুধু একটি নাটক নয়, বরং একটি অনুপ্রেরণার যাত্রা। চরিত্রটির মাধ্যমে আমি শিখেছি, জীবনে চ্যালেঞ্জ গ্রহণ করা কতটা গুরুত্বপূর্ণ। রূপার চরিত্রটি আমাকে শিখিয়েছে কীভাবে স্বপ্ন পূরণের জন্য সাহস নিয়ে এগিয়ে যেতে হয়। দর্শকরা যে এতটা ভালোবাসা দিচ্ছেন, তাতে আমি সত্যিই অভিভূত।"

এমন একটি স্বপ্নপূরণের গল্প নিঃসন্দেহে দর্শকদের মধ্যে অনুপ্রেরণা ছড়াবে।  “লেডি বাইকার” হতে পারে মেয়েদের জন্য এক নতুন দৃষ্টান্ত, যারা সাহস করে নিজের পরিচিতি তৈরি করতে চায়।

বিনোদন বিভাগের অন্যান্য খবর



 Amadersomaj News
Follow Us

শহীদ সোহরাওয়ার্দী এভিনিউ, ব্লক কে, বারিধারা কূটনৈতিক অঞ্চল, ঢাকা-1212

সম্পাদক
তৌহিদুল ইসলাম মিন্টু

নির্বাহী সম্পাদক
মতিউর রহমান


প্রকাশক
আমাদের সমাজ মিডিয়া লিমিটেড
আমাদের সমাজ মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com

DMCA.com Protection Status

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |amadersomaj.com