ঢাকা, ১৪ মার্চ, ২০২৫
জুলহাস আহমেদ, বরগুনা প্রতিনিধি :
প্রকাশিত : ০৬:১১ পিএম, ২৬ অক্টোবর ২০২৪
Digital Solutions Ltd

বরগুনা জেনারেল হাসপাতাল এখন ডেঙ্গুর কারখানা।



প্রকাশিত : ০৬:১১ পিএম, ২৬ অক্টোবর ২০২৪

নিজস্ব প্রতিনিধি



জুলহাস আহমেদ, বরগুনা প্রতিনিধি :

বরগুনায় বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। গতমাস থেকে  প্রায় নিয়মিত ডেঙ্গুতে আক্রান্ত রোগী ভর্তি হচ্ছেন। হু হু করে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। ফলে হাসপাতালগুলোতে দেখা দিয়েছে সয্যা সংকট। ধারণ ক্ষমতার বেশি রোগী ভর্তি হওয়ায়, বিপাকে পড়ছে চিকিৎসকরা। রোগীদের অভিযোগ, ঠিকমতো পরিস্কার পরিচ্ছন্ন না করায়, বরগুনা জেনারেল হাসপাতাল এখন ডেঙ্গুর কারখানা।

বরগুনার ১২ লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসাস্থল, ২৫০ শয্যা বিশিষ্ট বরগুনা জেনারেল হাসপাতাল। সেই ২০১৮ সালে উদ্বোধন করা হলেও, এখনো জনবল নিয়োগই শেষ হয়নি। গত ছয় বছরে আসেনি বরাদ্ধ দেওয়া প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী।

বাইরে থেকে চাকচিক্য দেখা গেলেও, হাসপাতালের ভেতরে যেখানে সেখানে ময়লার ভাগার। স্তুপ করে রাখা ময়লা-আবর্জনায় বাড়ছে রোগজীবাণু ছড়ানোর শঙ্কা। পরিচ্ছন্নতার অভাবে টয়লেটগুলোও হয়ে আছে ব্যবহারের অনুপযোগী।

সম্প্রতি দেশজুড়ে ডেঙ্গুর প্রভাব বাড়ায়, হাসপাতালটিতে প্রতিদিনই রোগী আসছেন। গত ১৫ দিনে চিকিৎসা নিয়েছেন অন্তত ২৩৩ ডেঙ্গু রোগী। কিন্তু চিকিৎসায় বাধ সাধছে হাসপাতালের পরিবেশ।

রোগীদের অভিযোগ, হাসপাতাল থেকে দেওয়া হচ্ছে নামমাত্র ঔষুধ। অধিকাংশই কিনতে হচ্ছে বাইরে থেকে। রোগীদের সেবায় নার্স ও চিকিৎসকদেরও রয়েছে অবহেলা।

সুচিকিৎসা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ দিচ্ছেন সুশীল সমাজের মানুষজন।

বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ. কে. এম নজমূল আহসান জানান, চিকিৎসক ও জনবল সংকটের কথা।

তিনি আরো জানান, চিকিৎসক সংকটে রোগীদের সেবা দিতে আমরা হিমশিম খাচ্ছি। ডেঙ্গু রোগীর সাথে সাথে বাড়ছে শিশুরোগ। সর্দি, কাশি, নিউমোনিয়া ও ইনফেকশন জনিত রোগ নিয়ে শিশু ভর্তি হচ্ছে। এ ছাড়া ডেঙ্গুরোগ নিয়েও শিশুরা আসছে। তবে ডেঙ্গু রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়লেও হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা সামগ্রী আছে।

তবে রোগ বাঁধানোর আগেই, ডেঙ্গু রোধে সকলকে আগাম সচেতন হওয়ার আহ্বান করেন সংশ্লিষ্টরা।

স্বাস্থ্য বিভাগের অন্যান্য খবর



 Amadersomaj News
Follow Us

শহীদ সোহরাওয়ার্দী এভিনিউ, ব্লক কে, বারিধারা কূটনৈতিক অঞ্চল, ঢাকা-1212

সম্পাদক
মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ

নির্বাহী সম্পাদক
মোহাম্মদ শেখ শাহিনুর রহমান


প্রকাশক
আমাদের সমাজ মিডিয়া লিমিটেড
আমাদের সমাজ মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭০১৮৮৪৪০৫
Email: amadersomajonline@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭০১৮৮৪৪০৫
Email: amadersomajonline@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |amadersomaj.com