ঢাকা, ১৪ মার্চ, ২০২৫
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি :
প্রকাশিত : ০৭:২৮ পিএম, ০৬ জানুয়ারি ২০২৫
Digital Solutions Ltd

নবীনদের বরণে বাকৃবির আশরাফুল হক হলের নবীনবরণ অনুষ্ঠান



প্রকাশিত : ০৭:২৮ পিএম, ০৬ জানুয়ারি ২০২৫

নবীনদের বরণে বাকৃবির আশরাফুল হক হলের নবীনবরণ অনুষ্ঠান



আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি :

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আশরাফুল হক হলে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) রাতে ওই নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে আশরাফুল হক হল প্রশাসন। জানা যায়, এ বছর ওই হলে ছয়টি অনুষদের প্রায় ৬০জন শিক্ষার্থীকে আসন বরাদ্ধ দেওয়া হয়েছে। 

হাউজ টিউটর লেকচারার জিকেশ বর্মনের সঞ্চালনায় ও আশরাফুল হক হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আলম মিয়া সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদীয় ডিন অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক অধ্যাপক ড. মো: মোশাররফ উদ্দীন ভূঞা, পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো: সামছুল আলম ভূঁঞা এবং বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ূন কবির। 

এসময় অধ্যাপক ড. মোহাম্মদ আলম মিয়া বলেন, আমরা রুমগুলো সঠিকভাবে বন্টন করার চেষ্টা করছি। বর্তমানে ৬০ জন শিক্ষার্থী হলে আসন পেয়েছে। বর্তমানে অছাত্র সিনিয়রদের যারা আছেন তাদের অনুরোধ করবো নিয়ম মেনে আসন ছেড়ে দিতে। এতে করে সিট সংকটের সমস্যার সমাধান হয়। পাশাপাশি ৫ আগস্টের আগে যেমন গেস্টরুম বা র‍্যাগিং কালচার ছিলো তার পুনরাবৃত্তি না ঘটে, সে ব্যাপারে হল প্রশাসন কঠোর পদক্ষেপ নেবে এবং কোনো অবস্থাতেই এটি হতে দেয়া হবে না। এছাড়াও হলের লাইব্রেরির জন্য ছাত্রদের মতামতের ভিত্তিতে বই কিনে, লাইব্রেরি উন্নত করার চেষ্টা করবো।

শিক্ষা বিভাগের অন্যান্য খবর



 Amadersomaj News
Follow Us

শহীদ সোহরাওয়ার্দী এভিনিউ, ব্লক কে, বারিধারা কূটনৈতিক অঞ্চল, ঢাকা-1212

সম্পাদক
মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ

নির্বাহী সম্পাদক
মোহাম্মদ শেখ শাহিনুর রহমান


প্রকাশক
আমাদের সমাজ মিডিয়া লিমিটেড
আমাদের সমাজ মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭০১৮৮৪৪০৫
Email: amadersomajonline@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭০১৮৮৪৪০৫
Email: amadersomajonline@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |amadersomaj.com