সিরাজগঞ্জ র্যাব-১২ এর অভিযানে ৬১ কেজি গাঁজাসহ আটক ৪
সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল মহাসড়কে র্যাব-১২ এর বিশেষ অভিযানে ৬১ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। অভিযানে দুটি প্রাইভেট কার, নগদ টাকা এবং ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
র্যাব প্রেস বিজ্ঞাপ্তিতে দীপংকর ঘোষ
অতিরিক্ত পুলিশ সুপার র্যাব-১২, সদর কোম্পানী, সিরাজগঞ্জ জানায়, গত ২২ ডিসেম্বর দুপুরে সিরাজগঞ্জের হাটিকুমরুল রোডে ঢাকা থেকে রংপুরগামী মহাসড়কে একটি বিশেষ অভিযান চালিয়ে মাদক পরিবহনের অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় প্রাইভেট কারে অভিনব পদ্ধতিতে লুকানো অবস্থায় ৬১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক পরিবহন কাজে ব্যবহৃত দুটি প্রাইভেট কার, ছয়টি মোবাইল ফোন এবং নগদ ৪,৮০০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে আছেন পটুয়াখালী জেলার বাউফল থানার মো. হুমায়ূন কবির (৪২), একই জেলার মো. আল আমিন (৩০), ভোলা জেলার চরফ্যাশন থানার মো. জুয়েল বেপারী (৩২), এবং চাঁদপুর জেলার শাহারাস্থী থানার মো. ফরিদ (৩০)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন, তারা দীর্ঘদিন ধরে রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে গাঁজা সংগ্রহ করে প্রাইভেট কারে পরিবহনের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। গ্রেফতারদের বিরুদ্ধে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।'
শহীদ সোহরাওয়ার্দী এভিনিউ, ব্লক কে, বারিধারা কূটনৈতিক অঞ্চল, ঢাকা-1212
সম্পাদক
তৌহিদুল ইসলাম মিন্টু
নির্বাহী সম্পাদক
মতিউর রহমান
প্রকাশক
আমাদের সমাজ মিডিয়া লিমিটেড
আমাদের সমাজ মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |amadersomaj.com