বেরোবির বিতর্ক ইতিহাসের অন্যতম অর্জনের দিন!
বিজয় একাত্তর হল, ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত "Max group প্রেজেন্টস এথিক্স ক্লাব ৫ম জাতীয় বিতর্ক উৎসব ২০২৪" এ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এর বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট অ্যাসোসিয়েশন (ব্রুডা)এর বিতর্ক দল "BRUDA Pookies" বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে ৩২ টি দলের মাঝে ১২ তম অবস্থানে থেকে প্রি কোয়ার্টারফাইনালে উত্তীর্ণ হয়।
দলটির হয়ে বিতর্ক করেন,অর্থনীতি বিভাগের ২০২১-২২সেশনের শিক্ষার্থী সামিয়া হক ইরা,ইংরেজি বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী আইরিন লাবণ্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী আফিয়া জামান।
এছাড়া বরেন্দ্র বিশ্ববিদ্যালয় প্রেজেন্টস ডিসিএন জাতীয় বিতর্ক উৎসব ২০২৪ এ ব্রুডার বিতর্ক দল BRUDA Nexus রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( রুয়েট) এবং ব্রডারই আরেকটি দলের বিপক্ষে জয়লাভ করে ৭ম স্থানে থেকে কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়৷
দলটির হয়ে বিতর্ক করেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী জীবন প্রধান ওহী, রসায়ন বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী মুহাম্মাদ আলী, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী এএম আখলাকুজ্জামান।
BRUDA Nexus বিতর্ক দলের অন্যতম সদস্য জীবন প্রধান ওহী বলেন, "আন্ত:বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় একই দিনে বেরোবির দুইটি বিতর্ক দলের কোয়ার্টারফাইনাল এবং প্রি-কোয়ার্টারফাইনালে উত্তীর্ণ হওয়ার ঘটনা এবারই প্রথম,এটি আমাদের দীর্ঘদিনের পরিশ্রমের ফসল, আশা করছি সামনে আরো অর্জনের মাধ্যমে বেরোবিকে গর্বিত করতে পারব আমরা। "
BRUDA Pookies দলের সদস্য সামিয়া হক ইরা বলেন, "ব্রিটিশ পার্লামেন্টারির পর এবার এশিয়ান পার্লামেন্টারিতে বেরোবির সফলতা ধরা দিলো। দুইটি দলেরই সদস্য হতে পেরে গর্বিত অনুভব করছি।"
ব্রুডার সভাপতি সাব্বির ইশতিয়াক আহমেদ বলেন, "নবীণ বিতার্কিকরা রংপুরের বাইরে প্রথম বিতর্ক করতে গিয়েই এত সাফল্য আনছে যা সত্যিই গর্বিত হওয়ার মতো। তবে আমাদের লক্ষ্য আরো বড়,ইনশাআল্লাহ ব্রুডার হাত ধরে বেরোবি একদিন জাতীয় বিতর্কের চ্যাম্পিয়ন হবে।"
শহীদ সোহরাওয়ার্দী এভিনিউ, ব্লক কে, বারিধারা কূটনৈতিক অঞ্চল, ঢাকা-1212
সম্পাদক
মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক
মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
প্রকাশক
আমাদের সমাজ মিডিয়া লিমিটেড
আমাদের সমাজ মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭০১৮৮৪৪০৫
Email: amadersomajonline@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭০১৮৮৪৪০৫
Email: amadersomajonline@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |amadersomaj.com