ঢাকা, ১৪ মার্চ, ২০২৫
মেহেদী হাসান,পবিপ্রবি প্রতিনিধি :
প্রকাশিত : ০৬:২২ পিএম, ০২ জানুয়ারি ২০২৫
Digital Solutions Ltd

পবিপ্রবিতে উপপরিচালক মুহাম্মদ আবু হানিফের মৃত্যুতে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত



প্রকাশিত : ০৬:২২ পিএম, ০২ জানুয়ারি ২০২৫

পবিপ্রবিতে উপপরিচালক মুহাম্মদ আবু হানিফের মৃত্যুতে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত



মেহেদী হাসান,পবিপ্রবি প্রতিনিধি :

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এর শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক মুহাম্মদ আবু হানিফ এর মৃত্যু উপলক্ষে শোকসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। 

২ জানুয়ারী (বৃহস্পতিবার) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি'র কনফারেন্স রুমে উক্ত  শোকসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। 

কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ আবদুল কুদ্দুসের সভাপতিত্বে এবং বিশ্ববিদ্যালয়ের  ডেপুটি রেজিস্ট্রার মোঃ আবু বকর ছিদ্দিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবি'র উপাচার্য অধ্যাপক  ড. কাজী রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক  ড. এসএম হেমায়েত জাহান এবং কোষাধ্যক্ষ  ও রেজিস্ট্রার (অ.দা.) অধ্যাপক মোঃ আবদুল লতিফ ।আরো উপস্থিত ছিলেন পবিপ্রবির শিক্ষক, কর্মকর্তা, ছাত্রছাত্রী এবং প্রয়াত উপ পরিচালক মুহাম্মদ আবু হানিফ এর পরিবারবর্গও উপস্থিত ছিলেন। 


শোকসভায় বক্তব্য রাখেন ডেপুটি রেজিস্ট্রার ড. মোঃ আমিনুল ইসলাম টিটো, হাচিব মোহাম্মদ তুষার, জাহিদ আল মামুন, মোঃ মিজানুর রহমান টমাস, নঈম কাওসার, সাঈদুর রহমান জুয়েল, ওয়াজ করোনি, সহকারী রেজিস্ট্রার মোঃ রিয়াজ কাঞ্চন শহীদ, নিহত মুহাম্মদ আবু হানিফ এর ছেলে মোঃ ফরিদ হোসেন লিমন এবং তার কাজিন মোঃ আনিসুর রহমান। বক্তারা জনাব মুহাম্মদ আবু হানিফ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং পবিপ্রবি'র ক্রিড়ার উন্নয়নে তার অবদান স্মরণ করেন। 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, "আমাদের প্রিয় সহকর্মী মুহাম্মদ আবু হানিফ এর মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি তাঁর কর্মজীবনে যে নিষ্ঠা, সততা এবং পরিশ্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছেন, তা আমরা কখনোই ভুলব না। তাঁর আদর্শ ও কর্মনিষ্ঠা আমাদের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।" 

দোয়া মোনাজাতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের জন্য ধৈর্য প্রার্থনা করা হয়।

শিক্ষা বিভাগের অন্যান্য খবর



 Amadersomaj News
Follow Us

শহীদ সোহরাওয়ার্দী এভিনিউ, ব্লক কে, বারিধারা কূটনৈতিক অঞ্চল, ঢাকা-1212

সম্পাদক
মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ

নির্বাহী সম্পাদক
মোহাম্মদ শেখ শাহিনুর রহমান


প্রকাশক
আমাদের সমাজ মিডিয়া লিমিটেড
আমাদের সমাজ মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭০১৮৮৪৪০৫
Email: amadersomajonline@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭০১৮৮৪৪০৫
Email: amadersomajonline@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |amadersomaj.com