ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২৬
মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ :
প্রকাশিত : ০৭:৪৫ পিএম, ০৭ মে ২০২৫
Digital Solutions Ltd

ভারত-পাকিস্তান যুদ্ধ: দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ কি ধ্বংসের পথে?



প্রকাশিত : ০৭:৪৫ পিএম, ০৭ মে ২০২৫

মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ। লেখক ও কলামিস্ট।



মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ :

দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির প্রতিটি ওঠানামা আজও দুই চিরপ্রতিদ্বন্দ্বী রাষ্ট্র—ভারত ও পাকিস্তানকে ঘিরে। সীমান্ত উত্তেজনা, সামরিক প্রস্তুতি, পাল্টাপাল্টি হুমকি—এসব যেন এখন আর সংবাদের বিষয় নয়, বরং এক অনাকাঙ্ক্ষিত নিয়মে পরিণত হয়েছে। কিন্তু যদি এই উত্তেজনা সত্যিকার অর্থে একটি যুদ্ধের দিকে গড়িয়ে যায়, তবে এর ফলাফল শুধু এ দুই দেশের জন্যই নয়, গোটা উপমহাদেশের জন্য হবে ভয়ংকর।

ভারত ও পাকিস্তান—উভয় দেশের সাথেই রয়েছে পারমাণবিক অস্ত্রভাণ্ডার। ১৯৯৮ সালের পর থেকে এই অঞ্চল একটি “পারমাণবিক সংঘাত সম্ভাব্য এলাকা” হিসেবে বৈশ্বিক কূটনীতিতে চিহ্নিত। সুতরাং কোনো যুদ্ধ কেবলই সীমিত সংঘর্ষ থাকবে না; এতে ছড়িয়ে পড়বে পারমাণবিক আতঙ্ক, লাখো প্রাণহানি, পরিবেশ বিপর্যয় এবং দীর্ঘস্থায়ী অর্থনৈতিক ধস।

পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক দুর্বলতা, ভারতীয় শাসনব্যবস্থার কট্টর জাতীয়তাবাদ এবং সীমান্তবর্তী কাশ্মীর অঞ্চলের উত্তেজনা একে আরও জ্বালাময় করে তুলছে। যুদ্ধ শুরু হলে কাশ্মীর আবার রক্তে ভাসবে, যার ধাক্কা পড়বে বাংলাদেশের মতো প্রতিবেশী শান্তিপ্রিয় দেশেও।

বাংলাদেশের জন্য সম্ভাব্য প্রভাব:

১. শরণার্থী চাপ: ১৯৭১ সালের মতই এবারও সীমান্ত দিয়ে শরণার্থী প্রবেশ করতে পারে। এতে খাদ্য ও আশ্রয় সংকট তৈরি হবে।

২. অর্থনৈতিক আঘাত: ভারত ও পাকিস্তানের সাথে আমাদের সরাসরি ও পরোক্ষ বাণিজ্য রয়েছে। যুদ্ধ মানেই এই জালচক্রে ছেদ পড়া, যা অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলবে।

৩. জ্বালানি সংকট: যুদ্ধকালীন সময়ে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হঠাৎ বেড়ে যায়। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এটি ভয়াবহ প্রভাব ফেলবে।

৪. আঞ্চলিক নিরাপত্তা হুমকি: যুদ্ধ ছড়িয়ে পড়লে চীন, ইরান, আফগানিস্তান এমনকি রাশিয়া-যুক্তরাষ্ট্র পর্যন্ত জড়িয়ে পড়ার আশঙ্কা। এতে দক্ষিণ এশিয়া রূপ নেবে একটি নতুন সংঘর্ষ ক্ষেত্র।

এখন প্রশ্ন—এই সংঘর্ষ থেকে কী অর্জন হবে? এক পক্ষ কিছু ভূমি দখল করবে, আরেক পক্ষ কিছু শহর ধ্বংস করবে—কিন্তু লাখো মা তাদের সন্তান হারাবে, শিশু হারাবে ভবিষ্যৎ, সমাজ হারাবে স্থিতি।

শান্তি আলোচনা, পরস্পরের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক মধ্যস্থতাকারী শক্তির হস্তক্ষেপ এখন সময়ের দাবি। যুদ্ধের আগুন কখনো কাউকে স্থায়ী বিজয় দেয় না। ভারত-পাকিস্তান যুদ্ধ হলে শুধু তারা নয়, গোটা উপমহাদেশের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়বে।

সতর্ক হোন। সচেতন হোন। যুদ্ধ নয়—শান্তিই হোক দক্ষিণ এশিয়ার পথচলার অনন্ত শপথ।

_ মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
    লেখক ও কলামিস্ট। 

সম্পাদকীয় বিভাগের অন্যান্য খবর



 Amadersomaj News
Follow Us

শহীদ সোহরাওয়ার্দী এভিনিউ, ব্লক কে, বারিধারা কূটনৈতিক অঞ্চল, ঢাকা-1212

সম্পাদক
তৌহিদুল ইসলাম মিন্টু

নির্বাহী সম্পাদক
মতিউর রহমান


প্রকাশক
আমাদের সমাজ মিডিয়া লিমিটেড
আমাদের সমাজ মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com

DMCA.com Protection Status

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |amadersomaj.com