ঢাকা, ০২ অক্টোবর, ২০২৫
মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ :
প্রকাশিত : ০৬:৩২ পিএম, ১১ মে ২০২৫
Digital Solutions Ltd

"মা"ভালোবাসার চিরন্তন আশ্রয়



প্রকাশিত : ০৬:৩২ পিএম, ১১ মে ২০২৫

লেখক ও কলামিস্ট মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ ও তার গর্ভধারিনী মা



মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ :

আজ ১১ই মে, বিশ্ব মা দিবস। বছরে একদিন মা’কে ঘিরে আনুষ্ঠানিক এই আয়োজন, হয়তো তার নিঃস্বার্থ ভালোবাসার তুলনায় সামান্যই, তবুও এই দিনে সন্তানদের হৃদয়ে যে আবেগের ঢেউ ওঠে, সেটিই এই দিবসের সত্যিকারের সার্থকতা।

 

‘মা’—এই এক শব্দেই লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে নিখাদ, নিঃস্বার্থ এবং গভীর ভালোবাসার প্রতিচ্ছবি। মা হচ্ছেন সেই আশ্রয়স্থল, যিনি কখনো প্রত্যাশা করেন না, অভিমান পোষণ করেন না—তবু দেন নিঃশেষ ভালোবাসা। সন্তানের জীবনের প্রতিটি ধাপে, প্রতিটি সংকটে, প্রতিটি সাফল্যে মা থাকেন ছায়ার মতো—নীরবে, অবিচলভাবে।

 

এখনকার কর্মব্যস্ত পৃথিবীতে আমরা প্রায়শই ভুলে যাই, মা কেবল একটি সম্পর্ক নন—তিনি এক অনুপম বিদ্যালয়, একজন সহনশীল পথপ্রদর্শক। যার কোলে শুয়ে একটি শিশুর প্রথম শব্দ ফোটে, যার স্নেহে গড়ে ওঠে এক জীবনের ভিত।

 

সন্তানের প্রতি মায়ের ভালোবাসা কখনোই নিয়মমাফিক নয়। নিজের অসুস্থতা ভুলে গিয়ে তিনি খোঁজ নেন সন্তানের স্বাস্থ্যের, সন্তানের ক্লান্তি তাঁর ঘুম কেড়ে নেয়, সন্তানের হাসি তাঁর জীবনের আনন্দ হয়ে ওঠে। এই নিঃস্বার্থ ভালোবাসার কোনো প্রতিদান নেই—তবে শ্রদ্ধা, যত্ন আর সময় দিয়েই আমরা তাকে কিছুটা মূল্যায়ন করতে পারি।

 

বিশ্ব মা দিবসে আমাদের সকলের প্রতি আহ্বান, মা’কে ভালোবাসা ও শ্রদ্ধা জানানোর এই আয়োজন যেন একদিনের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে। প্রতিদিনের ছোট্ট একটি প্রশ্ন—“কেমন আছো মা?”—হয়তো হয়ে উঠতে পারে তাঁর জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।

 

মায়ের সুস্বাস্থ্য, শান্তি ও দীর্ঘায়ু হোক আজকের দিনের প্রার্থনা। মা দিবস হোক কৃতজ্ঞতার উৎসব, ভালোবাসা জানানোর এক অবিরাম উপলক্ষ।

 

মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ

লেখক ও কলামিস্ট

সম্পাদকীয় বিভাগের অন্যান্য খবর



 Amadersomaj News
Follow Us

শহীদ সোহরাওয়ার্দী এভিনিউ, ব্লক কে, বারিধারা কূটনৈতিক অঞ্চল, ঢাকা-1212

সম্পাদক
তৌহিদুল ইসলাম মিন্টু

নির্বাহী সম্পাদক
মতিউর রহমান


প্রকাশক
আমাদের সমাজ মিডিয়া লিমিটেড
আমাদের সমাজ মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |amadersomaj.com